দ্য সিলেট

রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন, ১৪৩২
রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন, ১৪৩২

গিলক্রিস্টের যে বিশ্বরেকর্ড এখন মুশফিকের

দ্য সিলেট ডেস্ক |

ছবি: সংগৃহীত।

এতদিন এই বিশ্বরেকর্ডের একক দাবিদার ছিলেন সাবেক অজি অধিনায়ক অ্যাডাম গিলক্রিস্ট। গলে সেই বিশ্বরেকর্ড কেড়ে নিজের করে নিলেন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত সাবেক টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম।

গিলক্রিস্ট তার আন্তর্জাতিক ক্যারিয়ারে তিন ফরম্যাটেই খেলেছেন অস্ট্রেলিয়ার হয়ে। সব মিলিয়ে রান করেছেন ১৫৪৬১। আর তা করেই বিশ্বরেকর্ডটা নিজের করে রেখেছিলেন তিনি। আজ মুশফিক সম্মিলিত রানসংখ্যায় ছাড়িয়ে গেছেন গিলক্রিস্টকে।

বুধবার গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ইনিংসের ৯৯তম ওভারে আসিথা ফার্নান্দোকে স্কয়ার কাট করে তুলে নেন একটা রান। নেলসন নাম্বার ভেঙে তার রান গিয়ে পৌঁছায় ১১২-তে। তাতেই গিলক্রিস্ট পেছনে পড়ে যান। মুশফিকের সম্মিলিত ক্যারিয়ার রান গিয়ে দাঁড়ায় ১৫৪৬২-তে।

গিলক্রিস্ট আর মুশফিকের চরিত্রের কারণে এই রান বিশাল কিছু বনে গেছে। পুরো ক্যারিয়ারে একটাও বল করেননি দুজনের কেউই। কখনো বোলিং না করা ব্যাটারদের ভেতর সবচেয়ে বেশি রানের রেকর্ডটা এতদিন ছিল গিলক্রিস্টের। আজ সকালের সেশনে যা নিজের করে নেন মুশফিক।

মুশফিক অবশ্য সেখানেই থেমে যাননি। আরও ২৯ রান যোগ করেছেন দ্বিতীয় দিনের প্রথম সেশনে। ক্রিজে দাঁড়িয়ে আছেন ধৈর্যের প্রতিমূর্তি হয়ে। ১৪১ রান নিয়ে শেষ করেছেন প্রথম সেশন। গলের নিখাদ ব্যাটিং স্বর্গে রানটা আরও বড় কিছুতেই নিশ্চয়ই রূপ দিতে চাইবেন দেশের সবচেয়ে বেশি টেস্টে খেলা এই ব্যাটার।

দ্বিতীয় দিনের প্রথম সেশনে বাংলাদেশের স্কোর ৪ উইকেট হারিয়ে ৩১০ রান।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ