দ্য সিলেট প্রতিবেদন |

সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্ত অভিযান পরিচালনা করে ৪৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানের মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ নাজমুল হক।
বিজিবি জানায়, ৪৮ বিজিবি’র দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা বাংলাবাজার, সোনালীচেলা, কালাসাদেক, বিছনাকান্দি, উৎমা, তামাবিল এবং শ্রীপুরে অভিযান চালানো হয়।
অভিযানে বিপুল পরিমান ভারতীয় ফেন্সিডিল, মদ, গরু, চিংড়ী রেনু পোনা, জিরা, চকলেট, বিস্কুট, হরলিক্স, সাবান, অলিভ ওয়েল, বিভিন্ন কসমেটিক সামগ্রী, বাংলাদেশ হতে পাচারকালে শিং মাছ আটক করে। আটক মালামালের আনুমানিক সিজার মূল্য ৪৩ লাখ ১১ হাজার ৬২০ টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ নাজমুল হক বলেন, আটক মালসমূহের বিধিমোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সীমান্তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।