দ্য সিলেট

রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন, ১৪৩২
রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন, ১৪৩২

সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

দ্য সিলেট প্রতিবেদন |

ছবি: সংগ্রহ।

সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুইজন নিহত হয়েছেন। বুধবার (১৮ জুন) দুপুরে সিলেট দক্ষিণ সুরমার শ্রীরামপুর এবং জকিগঞ্জ উপজেলায় মর্মান্তিক এ দুটি দুর্ঘটনা ঘটে।

দক্ষিণ সুরমা: বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে মোগলাবাজার থানার শ্রীরামপুরে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ঝর্না বেগম (৩৫) নামে এক নারী নিহত হন। তিনি দক্ষিণ সুরমার সিলাম আকিলপুর গ্রামের জুনেদ আহমদের স্ত্রী। প্রাইভেটকারে তার স্বামী, সন্তানরাও ছিলেন। দুর্ঘটনায় তারাও আহত হয়েছেন। এরমধ্যে জুনেদের অবস্থা গুরুতর। তাদেরকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর নিহত নারীর লাশ মর্গে রাখা হয়েছে।

মোগলাবাজার থানার উপপরিদর্শক আলিফ দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জকিগঞ্জ: আজ দুপুরের দিকে জকিগঞ্জ অফিস বাজার এলাকায় বরযাত্রার গাড়ির সাথে একটি টমটমের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই টমটম চালক নিহত হন। তার লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।

জকিগঞ্জ থানার ওসি মুন্না দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ