দ্য সিলেট

রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন, ১৪৩২
রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন, ১৪৩২

সিলেট সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

দ্য সিলেট প্রতিবেদন |

সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে কোটি টাকার বেশি মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৭ জুন) সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ নাজমুল হক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ৪৮ বিজিবি’র দায়িত্বরত তামাবিল, প্রতাপপুর, পান্থুমাই, বিছনাকান্দি, দমদমিয়া ও বাংলাবাজার বিওপি কর্তৃক যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, জিলেট ব্লেড, স্কিন ক্রিম, গরু, চিনি, সাবান, বিস্কুট, শ্যাম্পু, অলিভ ওয়েল, টুথপেস্ট, চিংড়ি রেনু পোনা এবং বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে শিং মাছ আটক করা হয়।

আটককৃত মালামালসমূহের মোট সিজার মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ ২ হাজার ৬০০ টাকা বলে জানানো হয়েছে।

লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ নাজমুল হক জানান, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এসব মালামাল জব্দ করা হয়েছে। আটক মালামাল সমূহের বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ