দ্য সিলেট

মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ, ১৪৩২
মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ, ১৪৩২

শান্ত-মুশফিকে ঘুরে দাঁড়াল বাংলাদেশ

দ্য সিলেট ডেস্ক :

গলে প্রথম টেস্টের প্রথম দিনে শান্ত-মুশফিকের সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। তাদের অবিচ্ছিন্ন ২৪৭ রানের জুটিতে ভর করে প্রথম দিনটা চালকের আসনে থেকে শেষ করেছে বাংলাদেশ।

দিনেশেষে বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ২৯২। অধিনায়ক নাজমুল হোসেন ১৩৬ রানে ও মুশফিকুর রহিম ১০৫ রানে অপরাজিত রয়েছেন। নাজমুল পেয়েছেন টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি, মুশফিক পেয়েছেন ১২তম সেঞ্চুরি।

দিনের শুরটা ছিল হতাশার। প্রথম ঘণ্টায় ৩ উইকেট হারায় বাংলাদেশ। স্কোর বোর্ডে ৫ রান যোগ হতেই ফেরেন এনামুল হক বিজয়। কোনো রান করতে পারেননি তিনি। দলীয় ৩৯ রানে বিদায় নেন ওপেনার সাদমান ইসলাম। ৫৩ বলে ১৪ রান করে ধনাঞ্জয়া ডি সিলভার হাতে ধরা পড়েন তিনি। দলীয় ৪৫ রানে আর ব্যক্তিগত ২৯ রানে থামে মুমিনুল হকের ইনিংস।

৪৫ রানে ৩ উইকেট হারানো পর দলের হাল ধরেন অভিজ্ঞ মুশফিক ও অধিনায়ক শান্ত। পরে পুরো দিনে আর কোনো উইকেট হারায়নি টাইগাররা। শান্ত-মুশফিকের অপ্রতিরোধ্য জুটিতে ২৯২ রানে দিন শেষ করেছে টাইগাররা।

বাংলাদেশ ১ম ইনিংস: ৯০ ওভারে ২৯২/৩ (সাদমান ১৪, এনামুল ০, মুমিনুল ২৯, নাজমুল ১৩৬, মুশফিক ১০৫; থারিন্দু ২/১২৪, আশিতা ১/৫১)। (১ম দিন শেষে)

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ