দ্য সিলেট

মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ, ১৪৩২
মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ, ১৪৩২

হবিগঞ্জে পুকুর থেকে গৃহবধূর লাশ উদ্ধার

দ্য সিলেট ডেস্ক:

সংগৃহীত।

হবিগঞ্জের চুনারুঘাটে পুকুর থেকে গৃহবধূ ইসমত আরার (৩৫) লাশ উদ্ধার হয়েছে। সোমবার (১৬ জুন) সকাল ১১টায় চুনারুঘাট ফায়ার সার্ভিসের একটি দল পাইকপাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করেন। তিনি ওই গ্রামের মর্তুজ আলীর স্ত্রী।

পুলিশ ও এলাকাবাসী জানায়, পাইকপাড়া গ্রামের মর্তুজ আলীর স্ত্রী ইসমত আরা সকাল ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে কোন এক সময় কাপড় ধুতে বাড়ির পুকুরে যান। এরপর তার কোন সন্ধান পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পুকুর পাড়ে তার ব্যবহৃত কাপড়-চোপড় দেখে সন্দেহ হয়। পরে স্থানীয় ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দিলে ফায়ার সার্ভিস সদস্যরা পুকুর থেকে তার লাশ উদ্ধার করেন। তবে মৃত্যুর কারণ যানা যায়নি।

চুনারুঘাট থানার ওসি মোহাম্মদ নুর আলম বলেন, ফায়ার সার্ভিস কর্মীরা মরদেহ উদ্ধার করে থানায় হস্তান্তর করেছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ