দ্য সিলেট ডেস্ক |

মৌলভীবাজারের কুলাউড়ায় শিক্ষার্থী নাফিয়া জান্নাত আনজুম (১৫) হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় প্রতিবেশী মো. জুনেল মিয়াকে (৩৯) গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার দুপুরে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান মৌলভীবাজারের পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেন।
পুলিশ সুপার জানান, গত ১২ জুন সকাল ৭টার দিকে দাউদপুর গ্রামের বাসিন্দা আনজুম পাশের সিংগুর গ্রামে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হয়। বিষয়টি নিয়ে পরিবারের পক্ষ থেকে কুলাউড়া থানায় একটি জিডি করা হয়। নিখোঁজের দুইদিন পর ১৪ জুন বিকাল সাড়ে ৫টার দিকে বাড়ির পাশের ছড়া থেকে ওই স্কুলছাত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় কুলাউড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
এরপর তদন্তে নামে পুলিশের একাধিক চৌকস টিম। আলামত হিসাবে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় আনজুমের স্কুলব্যাগ, বই এবং একটি জুতা।
তদন্তে পুলিশ জানতে পারে, প্রতিবেশী জুনেল মিয়া পর্নোগ্রাফিতে আসক্ত। সন্দেহভাজন হিসেবে তাকে আটক করা হলে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে পুলিশের কাছে হত্যার দায় স্বীকার করে জুনেল।
জুনেল পুলিশকে জানায়, সে দীর্ঘদিন ধরে আনজুমকে টার্গেট করছিল এবং তার সঙ্গে বন্ধুত্ব করতে চাচ্ছিলো। ঘটনার দিন সকালে প্রাইভেট শেষে বাসায় ফেরার পথে জুনেল তার পথরোধ করে। আনজুম তাকে এড়িয়ে যেতে চাইলে জুনেল পেছন থেকে জড়িয়ে ধরে। একপর্যায়ে মেয়েটি চিৎকার করলে জুনেল গলা চেপে ধরে। এতে আনজুম অচেতন হয়ে পড়লে তাকে পাশের জঙ্গলে ফেলে রেখে পালিয়ে যায় সে।