দ্য সিলেট

মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ, ১৪৩২
মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ, ১৪৩২

নারীর কোমরে বাঁধা ছিল ৯ হাজার পিছ ইয়াবা

দ্য সিলেট ডেস্ক :

সংগৃহীত।

সিলেটে বিপুল পরিমাণ ইয়াবাসহ হুছনা বেগম ওরফে রাজিয়া (৫৭) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯ সদস্যরা। তিনি সিলেট সদর উপজেলার চাতল এলাকার মৃত আব্দুল বারীর স্ত্রী।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে বিয়ানীবাজার থানার চারখাই বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় র‌্যাব বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়।

একপর্যায়ে একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালালে ড্রাইভারের পাশের সিটে বসা এক নারীকে সন্দেহ হলে নারী র‌্যাব সদস্যরা তার দেহে তল্লাশি চালান।

এসময় তার কোমরে বাধা বিশেষভাবে সেলাই করা একটি ওড়নার ভেতর ৪৬টি প্যাকেট থেকে ৯ হাজার ১১৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ