দ্য সিলেট প্রতিবেদন |

সুনামগঞ্জের আজমিরীগঞ্জে গরু চরাতে গিয়ে বজ্রাঘাতে আলমগীর মিয়া (৪২) নামের এক যুবক মারা গেছেন। শনিবার (১৪ জুন) সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে। এসময় তার পাশে থাকা এক শিশু আহত হয়েছে।
নিহত যুবক কাকাইলছে ঘরদাইর গ্রামের কদ্দুস মিয়ার ছেলে ছেলে।
জানা গেছে, সকালে বাড়ির পাশে চাইলা খেতে গরু চরাতে যান আলমগীর মিয়া। এসময় হঠাৎ বজ্রপাত হলে তিনি আঘাতপ্রাপ্ত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলমগীরকে মৃত ঘোষণা করেন।
আজমিরীগঞ্জে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বজ্রাঘাতে আলমগীর নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।