দ্য সিলেট

মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ, ১৪৩২
মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ, ১৪৩২

নিখোঁজের ২ দিন পর জঙ্গলে মিলল স্কুলছাত্রীর মরদেহ

দ্য সিলেট ডেস্ক :

সংগৃহীত।

মৌলভীবাজারের কুলাউড়ায় নিখোঁজের দুইদিন পর জঙ্গল থেকে নাফিসা আনজুম (১৫) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার বিকাল ৫ টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। তিনি উপজেলার ব্রাহ্মণবাজার শেরপুর গ্রামের বাসিন্দা এবং শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

জানা গেছে, বৃহস্পতিবার (১২ জুন) সকালে কোচিং সেন্টারে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি স্কুলছাত্রী নাফিসা আনজুম। শনিবার বিকাল ৫টার দিকে স্থানীয় দাউদপুর জামে মসজিদের অদূরে খালের পাশের একটি জঙ্গলে আনজুম এর মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেন।

কুলাউড়া থানার ওসি গোলাম আপছার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ