দ্য সিলেট

মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ, ১৪৩২
মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ, ১৪৩২

জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

দ্য সিলেট প্রতিবেদন :

সংগৃহীত।

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বিদ্যুতায়িত হয়ে অলি চৌধুরী (৪৮) নামের এক যুবক নিহত হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে রাইয়াপুে গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক উপজেলা কুর্শি ইউনিয়নের রাইয়াপুর গ্রামের রঙ্গু চৌধুরীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে অলি চৌধুরী মসজিদের জাম পাড়তে গাছে উঠে। এ সময় হঠাৎ বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।

নবীগঞ্জ থানার ওসি জানান, ছুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতাল প্রেরণ করেন। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ