দ্য সিলেট

সোমবার , ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৪ আশ্বিন, ১৪৩২
সোমবার , ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৪ আশ্বিন, ১৪৩২

ইরানের হামলার ভয়ে দেশ ছেড়েছেন নেতানিয়াহু

দ্য সিলেট ডেস্ক |

ছবি: সংগৃহীত।

শুক্রবার ভোররাতে ইরানে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে দেশটির বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হয়েছেন। এরইমধ্যে তেল আবিবকে প্রতিশোধের হুমকি দিয়েছে তেহরান। সেই ভয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে একটি অজ্ঞাত স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। ধারণা করা হচ্ছে, তাকে গ্রিসে নিয়ে যাওয়া হয়েছে। খবর ইরনা নিউজের।

ইসরাইলের বেশ কয়েকটি গণমাধ্যম নেতানিয়াহুর বিমানের একটি ছবি প্রকাশ করেছে, যেখানে দেখা যায়, দুটি যুদ্ধবিমান তার বিমানের সঙ্গে ছায়াসঙ্গীর মতো রয়েছে এবং সেটি ইসরাইল অধিকৃত অঞ্চল ছেড়ে অজ্ঞাত গন্তব্যে যাচ্ছে।

পরবর্তীতে চ্যানেল ১২ জানিয়েছে, সেই বিমানটি গ্রিসের রাজধানী এথেন্সে অবতরণ করেছে।

এদিকে শুক্রবার ভোররাতের এই হামলায় ইরানের সামরিক বাহিনীর বেশ কয়েকজন শীর্ষ নেতা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন- ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর চিফ কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি, খাতাম আল-আনবিয়া সদর দফতরের কমান্ডার মেজর জেনারেল গোলামআলি রাশিদ।

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তেল আবিবকে জবাব দিতে দেশটির সামরিক বাহিনী প্রতিশোধের প্রস্তুতি নিচ্ছে। এ ‘লক্ষ্যভিত্তিক হত্যা’ ও আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ