দ্য সিলেট

মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ, ১৪৩২
মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ, ১৪৩২

সাকিবের সঙ্গে কী কথা হয়েছে, জানালেন মিরাজ

দ্য সিলেট ডেস্ক :

ছবি: সংগৃহীত।

ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন মেহেদি হাসান মিরাজ। দায়িত্ব পাওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান প্রসঙ্গে মুখ খুলেছেন মিরাজ।

শুক্রবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে মিরাজ বলছিলেন, ‘আমরা (সাকিব) একসঙ্গে পিএসএল খেলেছি। তখন বাংলাদেশ ক্রিকেট নিয়ে অনেক কথা হয়েছে। উনি মন থেকে চান বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাক। যারা এখন নতুন, উঠতি খেলোয়াড়; তারা যেন ভালো ক্রিকেট খেলে। বলেছে যে অবশ্যই দল হিসেবে একসঙ্গে খেলতে হবে। কারণ, বাংলাদেশ দল যখন একসঙ্গে পারফর্ম করে, তখন ফল পাওয়া শুরু হয়।’

অধিনায়কত্ব নিয়ে মিরাজ বলেন, ‘ওয়ানডেতে আমার অভিষেক হয়েছিল মাশরাফি ভাইয়ের অধীনে। আমি অনেক অধিনায়ককে পেয়েছি। এটা আমার জন্য ভালো লাগার বিষয় যে তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি। যেটা আমি হয়তো আমার এই অধিনায়কত্বের সময়ে কাজে লাগাতে পারব।’

জুনিয়রদের উদ্দেশে টাইগার অধিনায়ক বলেন, ‘যারা জুনিয়র আছে তাদেরকে অবশ্যই পারফর্ম করতে হবে ওই পরামর্শগুলো দেবো। আমরা যখন প্রথমে ঢুকেছিলাম, বড় ভাইরা আমাদেরকে যেভাবে সাহায্য করেছে, চেষ্টা করব ওভাবে সাহায্য করার জন্য। ড্রেসিংরুমটাকে ওভাবে রাখার জন্য। যেন যেই ড্রেসিংরুমে থাকে না কেন, সে যেন অনুভব করে আমি একা নই, আমার সঙ্গে সবাই আছে।’

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ