দ্য সিলেট

মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ, ১৪৩২
মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ, ১৪৩২

সিলেটের জাফলংয়ে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

দ্য সিলেট প্রতিবেদন |

ছবি: প্রতীকী।

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পর্যটনকেন্দ্রে পানিতে ডুবে মাহি (১৫) নামেরনএক পর্যটকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ২টার দিকে জাফলং জিরোপয়েন্ট এলাকা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

নিহত মাহি চট্টগ্রামের বায়োজিদ থানার আমতৈল শহীদপাড়া এলাকার জামিল আহমদের ছেলে। তিনি তার বন্ধুদের সাথে জাফলংয়ে বেড়াতে এসেছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, দুপুর ২টার দিকে জাফলং জিরো পয়েন্ট এলাকায় একজন পর্যটক গোসল করছিলেন। এসময় পানির নিচে অচেতন অবস্থায় এক তরুনকে দেখতে পান। পরে পর্যটক ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা মৃত অবস্থায় তাকে পানি থেকে তুলেন।

গোয়াইনঘাট থানার ওসি সরকার মোহাম্মদ তোফায়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জাফলং জিরোপয়েন্টে পানি থেকে এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর বাড়ি চট্টগ্রামে।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ