দ্য সিলেট

মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ, ১৪৩২
মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ, ১৪৩২

দুই মেয়েকে বিষ খাইয়ে হত্যার পর বাবার আত্মহত্যার চেষ্টা

দ্য সিলেট ডেস্ক |

প্রতীকী ছবি (সংগৃহীত)

কুমিল্লার তিতাসে দুই মেয়েকে কীটনাশক খাইয়ে হত্যার পর নিজেও আত্মহত্যার চেষ্টা করেছেন বাবা মনু মিয়া। সোমবার (৯ জুন) সকালে তুলাকান্দি এলাকায় এ ঘটনা ঘটেছে।

মৃতরা হলেন, মনিরা (১০) ও ফাতিহা (৬)।

বিষক্রিয়ায় দুই মেয়ের মৃত্যু হলেও বেঁচে আছেন মনু মিয়া। ঘটনার সময় তাদের মা হাসিনা বেগম রান্নাঘরে কাজ করছিলেন।

তিতাস থানার ওসি মো. শহিদ উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বাবা ও দুই মেয়ে তিনজনই বাক প্রতিবন্ধী।’

স্থানীয় লোকজনের দাবি, পরিবারের অসচ্ছলতা ও অভাব অনটনের কারণেই বাবা দুই মেয়েকে নিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

তারা জানান, বাক প্রতিবন্ধী মনু মিয়া দীর্ঘদিন যাবৎ কোনো কাজকর্ম করতে পারে না। তার মধ্যে দুই মেয়ে বাক প্রতিবন্ধী। শারীরিক অবস্থা, দারিদ্রতা ও প্রতিবন্ধকতা নিয়ে তার ভেতরে হতাশা কাজ করছিল। এসব কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদ উল্লাহ বলেন, ‘নিহত দুই মেয়ের লাশ উদ্ধার করেছি। লাশ দুটির ময়নাতদন্ত করা হবে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ