দ্য সিলেট

রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন, ১৪৩২
রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন, ১৪৩২

হবিগঞ্জে সিএনজি চালককে পিটিয়ে হত্যা

দ্য সিলেট প্রতিবেদন |

সংগৃহীত ।

হবিগঞ্জের চুনারুঘাটে ভাড়া নিয়ে দ্বন্দ্বে এক সিএনজি চালককে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার রাত ১০টার দিকে ভাড়া নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে এই ঘটনা ঘটে।

নিহত মর্তুজ আলী (৫৫) পৌরসভার নয়ানী এলাকার মৃত রজব আলীর ছেলে।

পুলিশ জানায়, মর্তুজ আলী তার মালিকানাধীন সিএনজি অটোরিকশা নিয়ে চুনারুঘাট সিএনজি স্টেশনে অবস্থান করছিলেন। এ সময় কিছু চা-শ্রমিক তার গাড়ি ভাড়া করে চানপুর বাজারে যেতে চান। ভাড়া নিয়ে উভয়পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। পরবর্তীতে ওই চা-শ্রমিকরা অন্য একটি সিএনজি নিয়ে চানপুর বাজারে চলে যান।

পরে মর্তুজ আলী অন্য যাত্রী নিয়ে চানপুর বাজারে পৌঁছালে ওই চা-শ্রমিকরা তাকে বেধড়ক মারপিট করে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা দেন।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় অজ্ঞাতনামা চা-শ্রমিকদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জড়িতদের ধরতে অভিযান চলছে।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ