দ্য সিলেট

মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ, ১৪৩২
মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ, ১৪৩২

শান্তিগঞ্জে মাছ ধরতে গিয়ে যুবকের মৃ ত্যু

দ্য সিলেট প্রতিবেদন |

সংগৃহীত।

সুনামগঞ্জের শান্তিগঞ্জে পানিতে ডুবে কামাল হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে পশ্চিম পাগলা ইউনিয়নের কাদিপুর গ্রামে মহাসিং নদীতে এই ঘটনা ঘটে।

নিহত কামাল হোসেন কাদিপুর গ্রামের কদ্দুস মিয়ার ছেলে।

জানা যায়, আজ ভোরে হাওরে মাছ ধরার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেন কামাল হোসেন। বাড়ির ঘাটে মহাসিং নদীতে বাঁধা নৌকায় উঠলে হঠাৎই খিচুনি দেখা দেয় তার। এসময় নৌকা থেকে পড়ে গিয়ে ডুবে যান তিনি। স্থানীয়রা অনেকক্ষণ খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ডুবুরি দল এসে আধঘন্টা চেষ্টা চালিয়ে কামাল হোসেনের মৃতদেহ উদ্ধার করে।

নিহতের স্বজনরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভোগছিলেন কামাল হোসেন।

সুনামগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরি দলের প্রধান জামান উদ্দিন বলেন, ‘৯৯৯ এ খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে ৪০ মিনিট চেষ্টা করে ওই যুবকের মরদেহ উদ্ধার করেছি। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ