দ্য সিলেট

মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ, ১৪৩২
মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ, ১৪৩২

সন্ধ্যার মধ্যে সিলেট অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

ছবি: সংগৃহীত

আজ সন্ধ্যা ৬টার মধ্যে সিলেটসহ দেশের ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বুধবার (৪ জুন) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, সিলেট, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এছাড়াও সারা দেশে বিচ্ছিন্নভাবে কোথাও হালকা কোথাও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। আগামীকাল বৃহস্পতিবার (৫ জুন) থেকে বৃষ্টিপাতের প্রবণতা আরও কমতে পারে।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ