দ্য সিলেট

মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ, ১৪৩২
মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ, ১৪৩২

সিলেটে ভারতীয় পণ্য জব্দ, গ্রে প্তা র ৩

দ্য সিলেট প্রতিবেদন :

সিলেট নগরীতে গোয়েন্দা পুলিশের অভিযানে ১৫ লাখ টাকার বেশি মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি, থ্রিপিস ও প্রসাধনী সামগ্রীসহ একটি ট্রাক জব্দ করেছে। এ সময় ট্রাকে থাকা তিনজনকে গ্রেপ্তার করা হয়।

সোমবার দিনগত রাত পৌণে আটটায় শাহপরাণ (রহ.) থানার দাসপাড়া বাজার এলাকার মেসার্স কামাল অ্যান্ড কোম্পানি-২ নামের দোকানের সামনের পাকা সড়কে অভিযান চালায় ডিবি। এসময় একটি ট্রাক থেকে এসব পণ্য জব্দ করা হয়। ট্রাকটি থেকে ভারতীয় শাড়ি, থ্রিপিস ও শ্যাম্পু উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ২৮ হাজার ৩৮০ টাকা।

গ্রেফাতাররা হলেন সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর ইউনিয়নের লামা শ্যামপুর এলাকার লুদাই মিয়ার ছেলে সায়মন আহমদ, পাবনার বাগলপুর এলাকার মো. আবু তাহেরের ছেলে জাহাঙ্গীর আলম এবং কুমিল্লার বালুচর মুন্সিবাড়ি এলাকার মৃত আব্দুল মালেক বেপারীর ছেলে মো. গাউছ মিয়া।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘চোরাচালানের বিরুদ্ধে অঅমাদের চলমান অভিযান আরও জোরদার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ