দ্য সিলেট

মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ, ১৪৩২
মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ, ১৪৩২

শাল্লায় বজ্রাঘাতে যুবক নি হ ত

দ্য সিলেট প্রতিবেদন |

প্রতীকী ছবি।

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বজ্রাঘাতে একজন যুবকের মৃত্যু হয়েছে। রোববার সকাল ৬টার দিকে উপজেলারর আটগাঁও ইউনিয়নের মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মো. সেলিম মিয়া (৩৫) উপজেলার মির্জাপুর গ্রামের হাজী আব্দুল গফুরের ছেলে।

জানা যায়, সকালে মাছ ধরতে গিয়ে বজ্রপাতের কবলে পড়েন সেলিম মিয়ার মৃত্যু হয়েছে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

শাল্লা থানার ওসি মো. শফিকুল ইসলাম মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে থানা পলিশের পক্ষ থেকে খোঁজখবর নেওয়া হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ