দ্য সিলেট

মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ, ১৪৩২
মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ, ১৪৩২

ভারতে দ্রুত ছড়াচ্ছে করোনাভাইরাস, ৭ জনের মৃ’ত্যু

দ্য সিলেট ডেস্ক |

ছবি: বিবিসি

দক্ষিণ এশিয়ায় ফের আঘাত হেনেছে মরনঘাতী করোনাভাইরাস। অতিমারি এই ভাইরাস দ্রুত ছড়াচ্ছে। ভারতের বিভিন্ন রাজ্যে করোনায় এ পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আক্রান্তের সংখ্যাও দ্রুত বাড়ছে। এখন পর্যন্ত দেশটিতে প্রায় ৩ হাজার মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে দক্ষিণের রাজ্য কেরালায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। এরপরই রয়েছে মহারাষ্ট্র ও দিল্লি।

দেশটির সরকারি হিসাব বলছে, গত চার দিনের মধ্যে আক্রান্তের সংখ্যা দ্রুত বেড়েছে। খবর পিটিআই’র।

এনডিটিভি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৬ মে পর্যন্ত ভারতে মোট ১,০১০ জন আক্রান্ত হওয়ার রেকর্ড করা হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সরকারি তথ্য অনুযায়ী, ৩০ মে পর্যন্ত মোট এ সংখ্যা ২,৭১০ জনে দাঁড়িয়েছে।

ভারতের সরকারি তথ্য বলছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভারতজুড়ে কমপক্ষে ৭ জনের মৃত্যু হয়েছে।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ