দ্য সিলেট

মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ, ১৪৩২
মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ, ১৪৩২

হবিগঞ্জ সীমান্তে ফের ২২ জনকে পুশইন

দ্য সিলেট প্রতিবেদন :

সংগৃহীত ছবি।

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রেমা-কালেঙ্গা জঙ্গল দিয়ে ফের ২২ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

শুক্রবার (৩০ মে) ভোরে কালেঙ্গা সীমান্তবর্তী ডেবরাবাড়ি এলাকা দিয়ে তাদেরকে বাংলাদেশে পুশইন করা হয়। পরে বিজিবি তাদের আটক করে।

এদের মধ্যে ৯ জন পুরুষ, নারী ৮ জন এবং ৫ জন শিশু রয়েছে। তাদের সবার বাড়ি কুড়িগ্রামের দিকে।

বিজিবি হবিগঞ্জ ৫৫ ব্যাটেলিয়ানের সহকারী পরিচালক হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে বিজিবির জওয়ানরা তাদেরকে উদ্ধার করে। বৈরী আবহাওয়ার কারণে তাদের পোশাক ভিজে গিয়েছিল এবং তারা ঠান্ডায় কাপছিল।

চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিন মিয়া বলেন, ২২ জনকে পুশইন করার বিষয়টি আমি শুনেছি। তারা বিজিবির হেফাজতে রয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি।

এর আগে ২৬ মে একই সীমান্ত দিয়ে ১৯ জনকে পুশইন করে বিএসএফ।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ