দ্য সিলেট

মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ, ১৪৩২
মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ, ১৪৩২

কুলাউড়ায় থানার সামনেই যুবককে কুপিয়ে হ’ত্যা

দ্য সিলেট প্রতিবেদন |

প্রতীকী ছবি

মৌলভীবাজারের কুলাউড়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাহীন আহমেদ (২৮) নামে যুবক নিহত হয়েছেন। তিনি পৌরসভার জয়পাশা এলাকার ইসহাক আলীর ছেলে। পেশায় সে ব্যাটারিচালিত অটোরিকশা চালক ছিল।

শুক্রবার (৩০ মে) সকাল ১০টার দিকে কুলাউড়া থানার সামনে এ ঘটনা ঘটে। স্থানীয়দের ধারণা পূর্বশত্রুতার জেরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শুক্রবার সকাল আনুমানিক ১০টা দিকে কুলাউড়া থানা থেকে মাত্র কয়েক গজের মধ্যে হঠাৎ একটি সিএনজি অটোরিক্সা থেকে কে বা কারা শাহীনকে ধাওয়া করে। একপর্যায়ে সিএনজি অটোরিকশায় বসে এক ঘাতকত ছুরি দিয়ে তাকে আঘাত করে দ্রুত পালিয়ে যায়। পরে পথচারীরা রক্তমাখা অবস্থায় শাহীনকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শাহীনের লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবার অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। তবে কি কারণে কে বা কারা খুন করেছে তা জানা যায় নি।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ