দ্য সিলেট

রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন, ১৪৩২
রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন, ১৪৩২

বিসিবি সভাপতির পদ খোয়ালেন ফারুক আহমেদ

দ্য সিলেট ডেস্ক ||

সংগৃহীত ছবি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদের পরিচালক মনোনয়ন বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। এর ফলে বিসিবির সভাপতি পদ শূন্য হলো।

বৃহস্পতিবার সকাল থেকেই জোরাল গুঞ্জন—পদত্যাগের করতে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ। তবে তিনি বিষয়টি নিজেই উড়িয়ে দিয়েছেন। ফারুক আহমেদ বলেছেন, পদত্যাগ করার কোনো কারণ নেই।

জানা গেছে, গত বুধবার রাতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাথে দেখা করেছিলেন ফারুক আহমেদ। সেসময় ক্রীড়া উপদেষ্টা ফারুককে বার্তা দিয়েছেন, তিনি বিসিবির শীর্ষ পদে পরিবর্তন আনতে চাচ্ছেন।

গুঞ্জন—তিন মাসের জন্য বিসিবির সভাপতির দায়িত্ব নিতে পারেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।

গত বছরের ৫ আগস্ট সরকার পটপরিবর্তনের পর পরিচালকদের ভোটে বিসিবি সভাপতি নির্বাচিত হন ফারুক।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ