দ্য সিলেট

মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ, ১৪৩২
মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ, ১৪৩২

সুনামগঞ্জে বজ্রপাতে কিশোর নি হ ত

দ্য সিলেট প্রতিবেদন :

প্রতীকী ছবি

সুনামগঞ্জের দোয়ারাবাজারে বজ্রপাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার বক্তারপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আমির হোসেন (১৪) গ্রামের ফজল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে হাওরে ধান কাটছিলেন ফজল হক। আমির হোসেন তার বাবার জন্য দুপুরের খাবার নিয়ে যাওয়ার পথে হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে দোয়ারাবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দোয়ারাবাজার থানার ওসি মো. জাহিদুল হক বলেন, বজ্রপাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ