দ্য সিলেট

মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ, ১৪৩২
মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ, ১৪৩২

হবিগঞ্জে ঘুম থেকে তুলে ভাইকে কুপিয়ে হ’ত্যা

দ্য সিলেট প্রতিবেদন :

প্রতীকী ছবি

হবিগঞ্জের মাধবপুরে মামলার সাক্ষ্য দেওয়ায় এক দোকানিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল রোববার গভীর রাতে উপজেলার ধর্মনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামে হওয়া এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই পুলিশ জাহাঙ্গীর নামে একজনকে গ্রেফতার করেছে।

নিহত জিল্লুর গ্রামের মৃত আলী মিয়া। আর জাহাঙ্গীর একই গ্রামের ইদ্রিছ মিয়ার ছেলে। জিল্লু ও জাহাঙ্গীর সম্পর্কে চাচাতো ভাই।

সংশ্লিষ্টরা বলছেন, জাহাঙ্গীরের নামে হওয়া একটি মামলায় স্বাক্ষ্য দিয়েছেন জিল্লু। এতে ক্ষিপ্ত হয়ে তাকে হত্যা করে জাহাঙ্গীর।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাতে নিজের দোকানে ঘুমিয়ে ছিলেন জিল্লু। রাত ২টার দিকে জাহাঙ্গীর জিল্লুর দোকানে যান। বিস্কুট দেওয়ার কথা বলে জিল্লুকে ঘুম থেকে উঠান। একপর্যায়ে দোকানে ঢুকে জিল্লুরকে কোপাতে শুরু করে জাহাঙ্গীর। এতে ঘটনাস্থলেই মারা যান জিল্লুর।

খবর পেয়ে সোমবার (২৬ মে) ভোরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জিল্লুরের রক্তমাখা লাশ উদ্ধার করে। এ সময় পুলিশ বাড়ির একটি পরিত্যক্ত টয়লেটে লুকিয়ে থাকা জাহাঙ্গীরকে গ্রেফতার করে।

মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ