দ্য সিলেট

মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ, ১৪৩২
মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ, ১৪৩২

সিলেটের দুই সীমান্ত দিয়ে ১৫৩ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

বিয়ানীবাজার প্রতিনিধি :

সংগৃহীত ছবি

সিলেটের বিয়ানীবাজার ও মৌলভীবাজারের তিন সীমান্ত এলাকা দিয়ে ১৫৩ জনকে ঠেলে পাঠাল ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। রোববার (২৪ মে) ভোরে তাদের ঠেলে পাঠানো হয়েছে। পরে বিজিবি ৫২ ব্যাটলিয়ন বিয়ানীবাজারের জওয়ানরা তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রোবার দুপুর দেড়টার দিকে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি জানায়, আটক সবাই বাংলাাদেশী নাগরিক। তারা দেশের বিভিন্ন জেলার নাগরিক। বিয়ানীবাজার নয়াগ্রাম সীমান্তে আটককৃত ৩২ জনের মধ্যে ৯ জন পুরুষ, ৯ জন মহিলা এবং ১৪ জন শিশু রয়েছেন। রোববার ভোরে বিয়ানীবাজার সীমান্তের নয়াগ্রাম প্রগতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে আসে বিজিবি। সেখানে তাদের পরিচয় শনাক্ত করার পর বিয়ানীবাজার থানা হস্তান্তর করা হয়েছে।

একই দিনে বড়লেখার লাতু বিওপি এলাকায় ৭৯ জন এবং পাল্লাথল বিওপি এলাকায় আরো ৪২ জনকে ঠেলে পাঠায় বিএসএফ। তাদের মধ্যে লাতু সীমান্তে আটক ৭৯ জনের মধ্যে পুরুষ ২৫ জন, নারী ১৯ জন এবং শিশু ২০ জন এবং পাল্লাথল সীমান্তে আটক ৪২ জনের মধ্যে পুরুষ ২৪ জন, নারী ১৬ জন এবং শিশু ১৭ জন। আটকদের বড়লেখা থানায় হস্তান্তর কেরেছে বিজিবি। সবমিলিয়ে একদিনে ১৫৩ জনকে ঠেলে পাঠাল ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

বিজিবি ৫২ ব্যাটালিয়ন বিয়ানীবাজারের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান বলেন, আটক ১৫৩ জনের সবাই বাংলাদেশী নাগরিক। তাদের কাঁটাতারের পাশ দিয়ে শূন্যরেখার একটি বিলে ছেড়ে দেয় বিএসএফ। সেখান থেকে বিজিবি তাদের আটক করে। প্রাথমিক যাচাই বাচাই শেষে তাদের বিয়ানীবাজার ও বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে। আটকদের বেশিরভাগের বাড়ি কুড়িগ্রামের দিকে।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ