দ্য সিলেট

মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ, ১৪৩২
মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ, ১৪৩২

হবিগঞ্জে চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হলো দুই যাত্রীকে

দ্য সিলেট ডেস্ক :

সংগৃহীত ছবি।

হবিগঞ্জে চলতি বাস থেকে অচেতন অবস্থায় দুই যাত্রীকে ফেলে দেওয়া হয়েছে। শনিবার দুপুরে বাহুবল উপজেলার মিরপুর বাজারে এ ঘটনা ঘটে।

পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। দুজনের মধ্যে একজন গম ব্যবসায়ী। তার নাম শেখ আরিফুর রহমান মিঠু (৪৮)। তিনি খুলনার খালিশপুর উপজেলার বৈকালী গ্রামের টুকু শেখের ছেলে। তাৎক্ষণিক অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।

বাহুবল মডেল থানার ওসি মো. জাহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা থেকে সিলেটগামী মিতালী পরিবহনের একটি বাস মিরপুর বাজারে ওই দুই ব্যক্তিকে ফুটপাতে ফেলে দেয়। পরে লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

খবর পেয়ে আরিফুর রহমানের ছেলে শেখ রায়হান খুলনা থেকে হবিগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন বলে জানিয়েছেন ওসি।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ