দ্য সিলেট ডেস্ক ||

সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে লক্ষ্য করে মানিকগঞ্জ আদালতে ডিম নিক্ষেপ করেছে জনতা। শুনানি শেষে তাকে প্রিজনভ্যানে তোলার সময় ‘ফাঁসি চাই’ স্লোগান দিয়ে এসব ডিম ছুড়ে মারেন বিক্ষুব্ধ জনতা।
এর আগে বৃহস্পতিবার সকালে কাশিমপুর কারাগার থেকে প্রিজনভ্যানে করে মমতাজ বেগমকে আদালতে আনা হয়।
জানা গেছে, ২০১৩ সালে সিঙ্গাইর উপজেলার গোবিন্দল এলাকায় হরতালের সমর্থনে মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহত হন। এ ঘটনায় মমতাজ বেগমকে প্রধান আসামি করে গত ২৫ অক্টোবর সিঙ্গাইর থানায় একটি হত্যা মামলা করা হয়। সেই মামলায় আজ তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বিচারক। এছাড়া মমতাজের নির্বাচনী এলাকা হরিরামপুর থানায় আরেকটি মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মানিকগঞ্জ আদালত থানার ওসি আবুল খায়ের বলেন, আদালত থেকে প্রিজনভ্যানে তোলার সময় বিক্ষুব্ধ জনতা তার উপর ডিম নিক্ষেপ করেছে। তাকে নিরাপত্তা দিতে গিয়ে আমারও ডিম লেগেছে।