দ্য সিলেট

রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন, ১৪৩২
রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন, ১৪৩২

বাসায় ফেরা হলো না, ট্রাক চাপায় সড়কে ঝরল নাঈমের প্রাণ

দ্য সিলেট প্রতিবেদন ||

প্রতীকী ছবি।

সিলেট শহরতলীর পীরেরবাজারে ট্রাক চাপায় মো. নাঈম আহমদ (১৮) নামের এক তরুণ নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত নয়টার দিকে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত নাঈম আহমদ শাহপরাণ থানার দাসপাড়া এলাকার বাসিন্দা।

প্রত্যদর্শীরা জানান, ঘটনার সময় নাঈম আহমদ বাইসাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন। পথে পীরেরবাজার এলাকায় বেপরোয়া গতির একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

সিলেট মেট্রোপলিটন পুলিশের শাপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন দ্য সিলেটকে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘাতক ট্রাকটি জব্দ করে স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। আর মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেব।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ