দ্য সিলেট

মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ, ১৪৩২
মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ, ১৪৩২

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে মারধর, প্রতিবাদে সড়ক অবরোধ

দ্য সিলেট প্রতিবেদক ||

ছবি: সংগৃহীত

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকে মারধর ও লাঞ্ছিত করার প্রতিবাদে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার রাত সাড়ে আটটার দিকে নগরীর আখালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

মারধরের শিকার ওই শিক্ষক শাবিপ্রবির পেট্রোলিয়াম ও খনি প্রকৌশল বিভাগের অধ্যাপক শফিকুল ইসলাম। তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী শিক্ষক মো. শফিকুল ইসলাম জানান, তিনি ব্যক্তিগত গাড়ি চালিয়ে পাঠানটুলার দিকে যাচ্ছিলেন। পথে আখালিয়া এলাকার মাউন্ট এডোরা হাসপাতালের কাছে এক ব্যক্তি মোটরসাইকেল নিয়ে তার গাড়িতে ধাক্কা দেন। পরে ওই ব্যক্তি গাড়ি থেকে নেমে তাকে মারধর ও লাঞ্ছিত করেন।

এ ঘটনা জানাজানি হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাত সাড়ে ৯টার দিকে সিলেট–সুনামগঞ্জ সড়ক অবরোধ করেন। আধাঘন্টা পর প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়। অবরোধ চলাকালে ওই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের বুঝিয়ে ক্যাম্পাসে ফেরত পাঠায়।

শিক্ষার্থীদের দাবি, ওই ব্যক্তিকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম দ্য সিলেটকে বলেন, অভিযুক্ত ওই যুবকের নাম রাসেল। সে নগরের আখালিয়া নেহারি পাড়া আবাসিক এলাকার বাসিন্দা। তাকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ