দ্য সিলেট ডেস্ক :

রাজধানীর গুলিস্তানে ঝটিকা মিছিলের সময় আওয়ামী লীগের ১১ নেতাকর্মীকে আটক করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আটকদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
রোববার সন্ধ্যায় ডিএমপির ডিসি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ঢাকার বিভিন্ন জায়গা থেকে থন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা নিষিদ্ধ সংগঠনটির কার্যালয়ের সামনে এসে মিলিত হন। পরে তারা দলীয় কার্যালয়ে সাঁটানো জুলাইযোদ্ধার ব্যানার অপসারণ করে।
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকার সম্প্রতি সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ মর্মে প্রজ্ঞাপন জারি করেছে। এরপর ১৩ মে নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিতের সিদ্ধান্ত জানায়।


