দ্য সিলেট

মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ, ১৪৩২
মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ, ১৪৩২

সিলেট সীমান্তে প্রায় দেড় কোটি টাকার মালামাল জব্দ করল বিজিবি

দ্য সিলেট প্রতিবেদক ||

সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে এক কোটি ৪৩ লাখ টাকার ভারতীয় চোরাই মালামাল জব্দ করেছে বিজিবি। শনিবার (১৭ মে) সকালে সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী তামাবিল, সংগ্রাম, দমদমমিয়া এবং সোনালীচেলা থেকে এসব পণ্য জব্দ করা হয়।

উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে- স্কিন ব্রাইট ক্রিম, অরিস সিগারেট, সনপাপড়ি, বিস্কুট, চকলেট ও গরু জব্দ করা হয়। তাছাড়া অবৈধভাবে পাথর উত্তোলনে ব্যবহৃত নৌকা জব্দ করা হয়েছে।

আটককৃত মালামালসমূহের আনুমানিক মূল্য ১ কোটি ৪৩ লাখ ৬৪২০ টাকা বলে বিজিবি জানিয়েছে।

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এসব মালামাল জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামাল সমূহের বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ