দ্য সিলেট

মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ, ১৪৩২
মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ, ১৪৩২

সিলেটে বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস, সতর্কতা

দ্য সিলেট ডেস্ক :

ছবি: প্রতীকী

সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জসহ দেশের ৫ জেলায় বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সরকারে সংস্থাটি জানিয়েছে, শুক্রবার বিকেল সাড়ে ৩টা থেকে পরবর্তী ১ থেকে ৩ ঘণ্টার মধ্যে সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোণা ও কিশোরগঞ্জ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা এর অধিক গতিতে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

এই পরিস্থিতিতে জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে কিছু পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস-

১. বজ্রপাত হলে নিরাপদ ঘরের মধ্যে অবস্থান করুন।

২. দরজা ও জানালা বন্ধ রাখুন।

৩. জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাত্রা এড়িয়ে চলুন।

৪. খোলা জায়গা ও গাছের নিচে আশ্রয় নেবেন না।

৫. কংক্রিটের মেঝেতে শয়ন বা দেয়ালে হেলান দেওয়া থেকে বিরত থাকুন।

৬. ইলেকট্রিক ও ইলেকট্রনিক যন্ত্রপাতির প্লাগ খুলে রাখুন।

৭. জলাশয় বা পানির কাছাকাছি থাকলে দ্রুত সরে আসুন।

৮. বিদ্যুৎ পরিবাহী বস্তু থেকে নিরাপদ দূরত্বে থাকুন।

৯. শিলাবৃষ্টি হলে ঘরে অবস্থান করুন।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ