দ্য সিলেট

সোমবার , ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৪ আশ্বিন, ১৪৩২
সোমবার , ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৪ আশ্বিন, ১৪৩২

উপদেষ্টা মাহফুজের মাথায় পানির বোতল নিক্ষেপ

দ্য সিলেট ডেস্ক ||

ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের সাথে কথা বলতে এসে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়েন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। কথা বলার একপর্যায়ে তাকে লক্ষ্য করে পানির বোতল ছুঁড়ে মারা হলে তিনি বক্তব্য শেষ না করেই স্থান ত্যাগ করেন।

বুধবার (১৪ মে) রাত ১০টার দিকে কাকরাইল মোড়ে এ ঘটনা ঘটে।

উপদেষ্টা মাহফুজ তখন আন্দোলনতদের দাবির বিষয় কথা বলছিলেন। এ সময় হঠাৎ একটি পানির বোতল ছুঁড়ে মারা হয়, যা তার মাথায় লাগে। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি তাৎক্ষণিকভাবে বক্তব্য শেষ না করেই সেখান থেকে সরে যান।

বক্তব্যের শুরুতে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা ন্যায্য দাবিতে আন্দোলনে নেমেছেন। বিষয়টি নিয়ে আগামীকাল (বৃহস্পতিবার) শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনা করে সংলাপের মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।”

তবে দুপুরে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের প্রসঙ্গ তুলতে গিয়ে তিনি বলেন, “আজকে হয়তো কিছু পুলিশ সদস্য…” — কথা শেষ করার আগেই শিক্ষার্থীদের মধ্যে থেকে “ভুয়া, ভুয়া” স্লোগান ওঠে। ঠিক তখনই হঠাৎ করে একটি বস্তু, সম্ভবত পানির বোতল, তার মাথায় আঘাত করে।

পরে তিনি কথা শেষ না করেই প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র দিকে ফিরে যান।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ