দ্য সিলেট

মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ, ১৪৩২
মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ, ১৪৩২

মমতাজকে ৪ দিনের রিমান্ডে পেলো পুলিশ

দ্য সিলেটডেস্ক :

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় মো. সাগরকে গুলি করে হত্যার মামলায় সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে এ আদেশ দেন।

এর আগে সকালে তাকে কোর্টে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মনিরুল ইসলাম। শুনানি শেষে বিচারক চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সোমবার (১২ মে) রাত পৌনে ১২টায় রাজধানীর ধানমন্ডি এলাকার স্টার কাবাবের পেছেনের একটি বাসা থেকে ডিএমপির গোয়েন্দা পুলিশের একটি দল থেকে তাকে গ্রেফতার করে। তিনি ওই বাসায় আত্মোগোপনে ছিলেন।

মামলার সূত্রে জানা গেছে, গত বছরের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মিরপুর এলাকায় অংশ নেন মো. সাগর। এ সময় বুকে গুলিবিদ্ধ হন তিনি। পরে মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাগর মারা যান।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ