দ্য সিলেট রিপোর্ট :


সিলেট নগরীতে খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে নাহিয়ান (১২) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে নগরীর যতরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
সে সিলেট জেলা বারের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট দেলোয়ার হোসেন শামীমের ছেলে।
জানা যায়, নাহিয়ান বাসার ছাদে সাথীদের নিয়ে খেলছিল। এসময় অসাবধানতাবশত সে উপর থেকে নিচে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নগরীর একটি বেসরকারি হাসপাতালের নিয়ে এলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা দেন।
স্বজনরা জানিয়েছেন শনিবার (১০ মে) জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।