দ্য সিলেট

মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ, ১৪৩২
মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ, ১৪৩২

হবিগঞ্জে আধিপত্য নিয়ে দু’পক্ষের সং ঘ র্ষ, আ হ ত ৪০

দ্য সিলেট রিপোর্ট ➤

প্রতীকী ছবি

হবিগঞ্জের আজমিরীগঞ্জে আধিপত্য নিয়ে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৪০ জনের হতাহতের খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৮ মে) দুপুর ১টার দিকে উপজেলার বিরাট উজানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। হতাহতরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বিরাট উজানপাড়া গ্রামের মুকিব মেম্বার ও বাঁশহাটিয়া এলাকার মুজিবুর রহমান মেম্বারের লোকজনের মাঝে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে বৃহস্পতিবার সকালে উভয়পক্ষ দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। প্রায় ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আজমিরীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ‘পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেব।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ