দ্য সিলেট

সোমবার , ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৪ আশ্বিন, ১৪৩২
সোমবার , ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৪ আশ্বিন, ১৪৩২

কুশিয়ারা নদী থেকে জেলের মর’দেহ উদ্ধার

সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার আড়াই ঘণ্টা পর ফুলেস মিয়া (২৮) নামে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ফেঞ্চুগঞ্জ থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (৬ মে) দুপুর ২টার দিকে উপজেলার কুশিয়ারা রেল সেতুর নিচে নদীগর্ভ থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিহত ফুলেস মিয়া একই উপজেলার পিটাইটিকর গ্রামের বাসিন্দা ওমর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুশিয়ারা রেল সেতুর নিচে নদীতে নৌকাযোগে মাছ ধরছিলেন কয়েকজন জেলে। এ সময় ফুলেস মিয়ার জাল পানির তলে আটকে গেলে তিনি সঙ্গীদের সঙ্গে তা ছাড়াতে পানিতে ডুব দেন। কিন্তু সঙ্গী সুবেল ও রাজন উঠে এলেও ফুলেস আর নিখোঁজ হন।

সহকর্মীরা জানান, তিনজন একসঙ্গে জাল ছাড়াতে ডুব দিলে কিছুক্ষণ পর তারা ওপরে উঠে আসেন। কিন্তু ফুলেস মিয়াকে না দেখে তারা আতঙ্কিত হয়ে পড়েন এবং তাকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়দের সহায়তায় ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। তবে সেখানে ডুবুরি না থাকায় সিলেট সদর থেকে ডুবুরি দল আনা হয়। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টার পর নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ