দ্য সিলেট

সোমবার , ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৪ আশ্বিন, ১৪৩২
সোমবার , ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৪ আশ্বিন, ১৪৩২

কুশিয়ারা নদীতে মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজ

সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীতে ডুব দিয়ে মাছ ধরতে গিয়ে ফুলেস মিয়া (২২) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল তাকে উদ্ধারে কাজ করেছে।

নিখোঁজ ফুলেস মিয়া উপজেলার পিটাইটিকর গ্রামের ওমর মিয়ার ছেলে।

জানা যায়, ফুলেস মিয়া, সুবেল মিয়া ও রাজন মিয়া প্রতিদিনের মতো কুশিয়ারা নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। একটা সময় নদী থেকে সুবেল ও রাজন উঠে আসলেও ফুলেস মিয়া উঠে আসেন নি।

ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিসের অপারেটর সরওয়ার হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গেছে। ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিসের কোন ডুবুরি না থাকায় সিলেট থেকে ডুবুরি আসতে সময় লাগছে।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ